LPG Gas eKYC Online । বাড়িতে বসেই করে ফেলুন গ্যাসের eKYC । অনলাইনে গ্যাসের kyc মোবাইল থেকে কিভাবে করবেন ।

LPG Gas eKYC Online । বাড়িতে বসেই করে ফেলুন গ্যাসের eKYC । অনলাইনে গ্যাসের kyc মোবাইল থেকে কিভাবে করবেন । LPG Gas e-KYC Online , ইকেওয়াইসি ।

যদি আপনাদের বাড়িতে LPG গ্যাস কানেকশন থাকে তবে আপনাকে eKYC করতে হবে , কিভাবে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই eKYC করবেন খুব সহজেই চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ।

 
LPG Gas KYC Online
আমাদের দেশের প্রচুর সংখ্যক মানুষের ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ব্যবহার করেন , যারা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ব্যবহার করেন তাদের eKYC করতে হবে তো অনেকেই বুঝতে পারছেন না কোথায় থেকে এই eKYC টি সম্পূর্ণ করবেন তো আপনারা নিজের মোবাইল থেকে এই কাজটি সম্পন্ন করতে পারবেন পদ্ধতিটা নিচে দেওয়া হবে । ভারত গ্যাস , HP গ্যাস , ইন্ডিয়ান গ্যাস , তিনটে পদ্ধতি দেখানো হবে ।



LPG Gas eKYC Online । বাড়িতে বসেই করে ফেলুন গ্যাসের eKYC । অনলাইনে গ্যাসের kyc মোবাইল থেকে কিভাবে করবেন ।



প্রথমে ইন্ডিয়ান গ্যাস গ্রাহক দের eKYC কিভাবে করবেন সেটা দেখানো হবে ।

Indiane Gas e-Kyc

  • ১. প্রথমে IndianOil ONE অ্যাপস টি আপনার মোবাইল ইনস্টল করুন।
  • ২. এবার প্লেস্টোর থেকে Adhar Face Rd Mobile Apps এটাও ইনস্টল করতে হবে কারণ eKYC আপনার ফেস এর মাধ্যমে করতে হবে সেই কারণেই এই adhar face Rd Mobile Apps টি ইন্সটল করতে হবে ।
  • ৩. এবার ইন্ডিয়ান oil one অ্যাপস টি খুলুন তার পরে যে নামে গ্যাসের কানেকশন নেওয়া আছে তার নামে রেজিষ্ট্রেশন করুন ।
  • ৪ . রেজিষ্ট্রেশন করার জন্য 3 লাইন এ ক্লিক করুন ।
  • ৫ . এবার Login / Signup অপশনে ক্লিক করুন
  • ৬ . যদি আগে থেকে আপনার ইন্ডিয়ান oil one অ্যাপসে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
  • ৭. যদি আপনাদের আগে থেকে রেজিষ্ট্রেশন করা না থাকে তবে আপনাকে নিচে Register অপশনে ক্লিক করুন সমস্ত তথ্য দিয়ে লগইন করুন ।
  • ৮ . এবার বাঁদিকের 3 লাইনে ক্লিক করুন তার পর LPG অপশনে ক্লিক করুন ।
  • ৯. Domestic Connection এর নিচে Apply View connection এর ওপর ক্লিক করুন পরবর্তী পেজে Aadhar KYC এর অপশন পাবেন ওখানে ক্লিক করুন তার পরে সমস্ত তথ্য দিয়ে ফেস স্ক্যান করে সাবমিট করে দিলেই হবে ।

এবার আসা যাক Bharat Gas এবং HP Gas এর কিভাবে EKYC করবেন সেই বিষয়ে।


  • ১. সর্ব প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হল MY LPG অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে


LPG Gas eKYC Online । বাড়িতে  বসেই করে ফেলুন গ্যাসের eKYC । অনলাইনে গ্যাসের kyc মোবাইল থেকে কিভাবে করবেন ।

  • ২. এবার উপরে ছবিতে আপনারা ওয়েবসাইটের সেই হোম পেজটি দেখতে পাচ্ছেন , এবার আপনাকে যে কাজটি করতে আপনার যে কোম্পানির গ্যাস সেই কোম্পানির গ্যাস সিলিন্ডার এর উপর ক্লিক করতে হবে ।
  • ৩. এবার আপনাকে প্রথমে New User হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে ওখানে New User একটি অপশন পাবেন সেখান থেকে।
  • ৪. পরবর্তী পেজে যে সমস্ত তথ্য চাচ্ছে সেই সমস্ত তথ্য দিয়ে Proceed অপশনে ক্লিক করুন।
  • ৫ . পরবর্তী পেজে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে OTP আসবে তা লিখে সাবমিট অপশনে ক্লিক করুন।
  • ৬. এবার নিজের ইমেইল আইডি এবং ইচ্ছেমতো পাসওয়ার্ড তৈরি করে সাবমিট করুন।
  • ৭. পরবর্তী পেজে যে সমস্ত তথ্য যাচ্ছে সমস্ত তথ্য তথ্য দিয়ে সাবমিট করুন এবং লগইন করুন ।
  • ৮. এবার আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন বাঁদিকে Customer Console অপশনে থাকা Aadhaar Authentication এ ক্লিক করে এগিয়ে যান ।
  • ৯. এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই মোবাইলে একটি OTP যাবে তা আপনি লিখে দিন এবং Authenticate অপশনে ক্লিক করুন তাহলে আপনার গ্যাস কানেকশনের সঙ্গে লিংক হয়ে যাবে




LPG Gas e-KYC Online , ইকেওয়াইসি করার সময় যদি আপনাদের কোন রকম কোন সমস্যা হয়ে থাকে তবে আমাদের সাইটে Contact Us অপশনে ক্লিক করে আমাদের জানাতে পারেন আমরা আপনাদের সাহায্য করব । এবং আপনারা গ্যাসের e-KYC এই কাজটি আপনাদের যে গ্যাস বিতরণ সংস্থার অফিস আছে সেখানে গিয়েও আপনারা এ কাজটি খুব সহজে করতে পারবেন ।


About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.