প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY , ভারতবর্ষে অনেক পরিবার আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করি রান্নার জন্য ক্ষতিকর জিনিস দিয়ে জ্বালানি ব্যবহার করে থাকেন যা স্বাস্থ্যের পক্ষে এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর , এর ফলে অনেক রকম স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে পরিবারের মহিলাদের বাচ্চাদের এবং সমস্ত সদস্যরা থাকেন তাদের মূলত শ্বাসকষ্ট জনিত রোগ হয়ে থাকে , এই কারণেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমাদের ভারত সরকার স্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এই প্রকল্পের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন এখনো পর্যন্ত প্রায় ১০ কোটি সুবিধা ভোগী এই যোজনার অন্তর্ভুক্ত , রান্না করার জন্য LPG গ্যাস সরবরাহ করা হচ্ছে ।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উদ্দেশ্য কি
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পরিবারের মহিলাদের সুবিধা সব থেকে বেশি কারণ তাদেরকে প্রতিনিয়ত রান্নার কাজের জন্য ক্ষতিকর দূষণের শিকার হতে হয় কারণ অনেক সময় ক্ষতিকর কোন জিনিস দিয়ে রান্না করার ফলে পরিবেশের এবং স্বাস্থ্যের ক্ষতি হয় সেই কারণে LPG তে যদি রান্না করেন তাহলে আপনারা পুরোপুরি দূষণমুক্ত হয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি রান্নার কাজটি আপনারা শেষ করতে পারবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কি কি সুবিধার রয়েছে নিম্নে দেওয়া হলো
(১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে LPG সংযোগ হয়ে গেলে ভারত সরকার আপনাকে ১৪.২ কেজি একটি সিলিন্ডারের জন্য নগদ ১৬০০ টাকা এবং যদি আপনারা ৫ কেজি সিলিন্ডার নিয়ে থাকেন তার জন্য নগদ ১১৫০ টাকা প্রদান করবেন এর মধ্যে নিম্নলিখিতের বিষয়গুলো ধরা থাকবে নিচে দেওয়া হল সেগুলি ।
(২) সিলিন্ডারের সিকিউরিটির ১৪.২ কেজি জন্য ১২৫০ টাকা এবং ৫ কেজির জন্য ৮০০ টাকা।
(৩) রেগুলেটর এর জন্য ১৫০ টাকা ।
(৪) LPG হোস এর জন্য - ১০০ টাকা
(৫) গ্যাস গ্রাহক কার্ড এর জন্য - ২৫ টাকা ।
এর সাথেও আপনারা প্রত্যেক বছর 12 দুপুরের গ্যাস সিলিন্ডার রিফলিং এর জন্য প্রত্যেক সিলিন্ডার প্রতি ৩২৬ টাকা করে সাবসিডি পাবেন আপনার ব্যাংক একাউন্টে ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা গুলির প্রয়োজন তা নিম্নে দেওয়া হল
(১) আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর।
(২) আবেদনকারী পরিবারের অন্য কোন ব্যক্তির এলপিজি সংযোগ থাকলে হবে না ।
(৩) SC, ST, PMAY-G , MBC, AAY CARD , বনবাসী পরিবার এই সমস্ত বিভাগের মধ্যে যেসব পরিবারগুলো পড়ছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন ।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রয়োজনীয় ডকুমেন্ট
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন করার জন্য যেসব প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগবে সে গুলি নিম্নে দেওয়া হলো
(১) পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যদের আধার কার্ড ।
(২) রেশন কার্ড।
(৩) ঠিকানা প্রমাণ আধার কার্ড বা অন্য কোন ডকুমেন্ট দিতে পারেন।
(৪) পাসপোর্ট সাইজের ফটো।
(৫) ব্যাংকের পাস বই ।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস আবেদন
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনেও আবেদন করতে পারেন বা গ্যাসের অফিস থেকে ফর্ম সংগ্রহ করে সেখানে জমা করতে পারেন ।
যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস হবে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে সর্বপ্রথম।
(১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস অফিসিয়াল ওয়েবসাইট - pmuy.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে ।
(২) অপরের মেনুতে একটি অপশন পাবেন 'Apply for New Ujjwala 2.0 connection' এই অপশনটিতে ক্লিক করবেন ।
(৩) এবার ওপরে Click Here একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে সেখানে একটি পপ অফ মেসেজ দেখতে পারবেন Indane Gas , Bharatgas, HP gas দেখতে পাবেন এবং আবেদন করার জন্য আপনাকে Click Here to apply অপশনে ক্লিক করতে হবে ।
(৪) যদি আপনি ইন্ডিয়ান গ্যাস নিতে চান তবে যখনই আপনি Click Here to apply অপশনে ক্লিক করবেন সর্বপ্রথম আপনাকে Register Now একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন এর জন্য যে সমস্ত তথ্য গুলো প্রয়োজন সেগুলো দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন ।
(৫) যখনই আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে এবার লগইন করতে হবে , তারপর আপনি ইন্ডিয়ান গ্যাসের হোমপেজে পৌঁছে যাবেন এবং উপরে বাঁ দিকে LPG লেখাটি দেখতে পারবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে ।
(৬) এই পেজে একটি অপশন দেখতে পাবেন APPLY FOR NEW CONNECTION SUBMIT KYC এই অপশনে ক্লিক করতে হবে ।
(৭) এবার এই পেজে এসে GENERAL SCHEME ও KYC তে চেক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে ।
(৮) এরপর নতুন একটি পেজ খুলে যাবে সেই পেজে সম্পূর্ণ ফর্মটি দেখতে পারবেন সেখানে আপনার নিজের তথ্য এবং ডকুমেন্ট ডিক্লারেশন যে সমস্ত তথ্য গুলো এই ফর্মে চাই যে সেগুলো দিয়ে ফর্মটি পূরণ করুন ।
(৯) সমস্ত তথ্য পূরণ করার পর Confirmation দেবে যে KYC সম্পন্ন ভাবে সাবমিট হয়েছে , এবার আবার আপনাকে লগইন করে স্ট্যাটাস চেক করতে হবে আপনার আবেদনের ।
(১০) যখনই আপনার আবেদনটি স্ট্যাটাস চেক করবেন সেখানে দেখাবে সাবমিট টু ডিস্ট্রিবিউটর যদি সাবমিট সাবমিট টু ডিস্ট্রিবিউটর লেখা থাকে তবে আপনাকে বুঝতে হবে যে গ্যাস এর ডিস্ট্রিবিউটরের কাছে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে সাবমিট করা হয়েছে ।
(১১) আপনি আবার কিছুদিন পর আবেদনের স্ট্যাটাসটি চেক করবেন এবং সেখানে দেখতে পাবেন যে Ready for LPG Connection যদি এটি দেখায় তবে আপনার গ্যাসের আবেদনের কানেকশন মঞ্জুর করা হয়েছে কয়েকদিন পরে আপনার কাছে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ফোন আসবে যদি কোন কারণবশত ডিস্ট্রিবিউটার আপনাকে ফোন না করে তবে আপনার আবেদন পত্রের ফরমটি প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে গ্যাস অফিসে গিয়ে জমা করলে আপনাকে খুব তাড়াতাড়ি গ্যাসের কানেকশনটি দিয়ে দেবেন ।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফর্ম PDF ডাউনলোড
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তবে আপনাদের ফর্ম জমা করতে হবে অফিসে গিয়ে আপনি ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনার নিকটবর্তী যে গ্যাসের ডিস্ট্রিবিউটার আছে তার কাছে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করতে পারেন ।
নিচে দুটি লিংক দেওয়া হলো সেখান থেকে ফর্ম টি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অফলাইনে আবেদন জানাতে পারেন ।
প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফর্ম PDF - প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফর্ম PDF
সাপ্লিমেন্টারি ফর্ম PDF ডাউনলোড - সাপ্লিমেন্টারি ফর্ম PDF ডাউনলোড
এই ফর্ম দুটি ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন এবং প্রয়োজনীয় এর সাথে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদের গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে যোগাযোগ করবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যদি আপনারা আবেদন করে থাকেন এবং আপনার নামটি বেনিফিশিয়ারি লিস্টে এসেছে কিনা কিভাবে দেখবেন যদি এই লিস্টে নাম থেকে থাকো তবেই আপনারা বিনামূল্যে গ্যাস কানেকশন পেয়ে যাবেন এবং সাথে প্রতি সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি পাবেন কিভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট চেক করবেন নিম্নে পদ্ধতি গুলো দেওয়া হলো ।
(১) সর্ব প্রথমে আপনাকে PMUY এর পোর্টালে যেতে হবে এবার অনলাইন এপ্লিকেশন বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন এবং আপনার যে কোম্পানীর গ্যাস তার পাশে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন।
(২) এবার নতুন একটু হোমপেজ শো করবে। ওখানে উপরে মেনুতে দেখতে পারবেন UJJWALA BENEFICIARY তে ক্লিক করতে হবে আপনাদের।
(৩) এবার আপনার রাজ্যের নাম এবং জেলার নাম সিলেক্ট করবেন তারপর ক্যাপচা কোড দিয়ে ফর্মটিকে সাবমিট করুন এবং আপনার সামনে সম্পূর্ণ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট টি দেখাবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্ট্যাটাস চেক
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যদি আপনারা আবেদন করে থাকেন আপনাদের আবেদনের বর্তমান স্থিতি যদি জানতে চান তাহলে কিভাবে আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করবেন সেটি নিম্মে দেওয়া হলো পুরো পদ্ধতি ।
(১) সর্বপ্রথম আপনাকে PMUY সাইটে যাবেন এবং সেখান থেকে Apply for New Ujjwala 2.0 Connection এই অপশনে ক্লিক করবেন তারপর যে কোম্পানির গ্যাস তার পাশে ক্লিক করবেন নতুন একটি পোর্টালে আপনারা পৌঁছে যাবেন সেখানে থেকে Check Status এ ক্লিক করতে হবে ।
(২) যখনই আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন তার পরবর্তী পেজে আপনাদের Service Request Number / Request ID অথবা Reference No এবং জন্মের তারিখ দিয়ে ক্যাপচা কোড পূরণ করে চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন খুব সহজেই ।
FAQ
উজ্জ্বলা গ্যাস কানেকশন কি কি পাওয়া যায়?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কি কি সুবিধার রয়েছে নিম্নে দেওয়া হলো (১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে LPG সংযোগ হয়ে গেলে ভারত সরকার আপনাকে ১৪.২ কেজি একটি সিলিন্ডারের জন্য নগদ ১৬০০ টাকা এবং যদি আপনারা ৫ কেজি সিলিন্ডার নিয়ে থাকেন তার জন্য নগদ ১১৫০ টাকা প্রদান করবেন এর মধ্যে নিম্নলিখিতের বিষয়গুলো ধরা থাকবে নিচে দেওয়া হল সেগুলি । (২) সিলিন্ডারের সিকিউরিটির ১৪.২ কেজি জন্য ১২৫০ টাকা এবং ৫ কেজির জন্য ৮০০ টাকা। (৩) রেগুলেটর এর জন্য ১৫০ টাকা । (৪) LPG হোস এর জন্য - ১০০ টাকা (৫) গ্যাস গ্রাহক কার্ড এর জন্য - ২৫ টাকা । এর সাথেও আপনারা প্রত্যেক বছর 12 দুপুরের গ্যাস সিলিন্ডার রিফলিং এর জন্য প্রত্যেক সিলিন্ডার প্রতি ৩২৬ টাকা করে সাবসিডি পাবেন আপনার ব্যাংক একাউন্টে ।
উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য কে যোগ্য?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা গুলির প্রয়োজন তা নিম্নে দেওয়া হল (১) আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর। (২) আবেদনকারী পরিবারের অন্য কোন ব্যক্তির এলপিজি সংযোগ থাকলে হবে না । (৩) SC, ST, PMAY-G , MBC, AAY CARD , বনবাসী পরিবার এই সমস্ত বিভাগের মধ্যে যেসব পরিবারগুলো পড়ছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন ।
উজ্জ্বলা 2.0 নতুন সংযোগ কি?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY , ভারতবর্ষে অনেক পরিবার আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করি রান্নার জন্য ক্ষতিকর জিনিস দিয়ে জ্বালানি ব্যবহার করে থাকেন যা স্বাস্থ্যের পক্ষে এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর , এর ফলে অনেক রকম স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে পরিবারের মহিলাদের বাচ্চাদের এবং সমস্ত সদস্যরা থাকেন তাদের মূলত শ্বাসকষ্ট জনিত রোগ হয়ে থাকে , এই কারণেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমাদের ভারত সরকার স্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এই প্রকল্পের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন এখনো পর্যন্ত প্রায় ১০ কোটি সুবিধা ভোগী এই যোজনার অন্তর্ভুক্ত , রান্না করার জন্য LPG গ্যাস সরবরাহ করা হচ্ছে ।
গ্যাস সংযোগের নাম পরিবর্তন?
যদি আপনারা গ্যাস সংযোগে নাম পরিবর্তন করতে চান তবে আপনাদের গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন সেখানে একটি ফরম পূরণ করে জমা করতে হবে অনেক সময় বিয়ের পর নাম পরিবর্তন হয় মেয়েদের ক্ষেত্রে তখন আপনারা সঠিক নথি দিয়ে নামটিকে খুব সহজে পরিবর্তন করতে পারেন।
Pmuy কবে শুরু হয়?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY প্রকল্পটি ১ লা মে ২০১৬ তারিখে চালু করা হয়েছিল ।