PM KISAN : পিএম কিষানের 18তম কিস্তির তারিখ | PM Kisan 18th Installment Date 2024 | Beneficiary Status

PM KISAN : পিএম কিষানের 18তম কিস্তির তারিখ | PM Kisan 18th Installment Date 2024 | Beneficiary Status | Beneficiary Status
PM Kisan 18th Installment Date 2024 | Beneficiary Status


PM Kisan প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কবে দেওয়া হবে অনেকে এই টাকা কবে পাবেন সে নিয়ে অপেক্ষায় রয়েছেন তো পিএম কিষান এর ১৮ তম কিস্তির তারিখ দিয়ে দেওয়া হয়েছে কবে PM Kisan এর টাকা ঢুকবে এবং আপনার টাকা ঢুকবে কিনা কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন যে আপনার নাম আছে কিনা আপনার সমস্ত তথ্য ঠিক আছে কিনা যদি আপনার সমস্ত তথ্য ঠিক থাকে দেখুন ।
দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য খুব ভালো একটি সুখবর কারণ প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা ১৮তম কিস্তির টাকা দেওয়া হবে ২০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতিটা কৃষক যারা এই প্রকল্পে আবেদন করেছেন সবাই পাবে । তবে এই সুবিধা পেতে হিসাব দিন অবশ্যই নিজেদের eKYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে যদি আপনাদের এখনো পর্যন্ত EKYC সম্পূর্ণ না করা থাকে তবে আপনি খুব দ্রুত EKYC তা সম্পূর্ণ করুন কারণ EKYC যদি আপনাদের না করা থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৮ তম কিস্তির টাকা পাবেন না।

PM Kisan 18th Installment Date

Pm kisan এর ১৮তম কিস্তির তারিখ ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে , ৫ অক্টোবর ২০২৪ তারিখে pm kisan এর ১৮তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের একাউন্টে দেওয়া হবে এতে করে দেশের বহু কৃষক উপকৃত হবে।


নতুন আবেদন কিভাবে করবেন


Pm kisan এর নতুন আবেদন করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন :

• সর্ব প্রথমে pm kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে - https://pmkisan.gov.in/

• এবারে হোম পেজ একটি অপশন দেখতে পাবেন Farmers Corner এর মধ্যে New Registration অপশন পাবেন সেই অপশনটিতে ক্লিক করবেন ।

• এবারে আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখে সাবমিট করুন ।

• পরবর্তীতে একটি ফরম খুলে যাবে সেই ফর্মে সম্পূর্ণ আপনার তথ্য পূরণ করতে হবে যেমন আপনার পুরো ঠিকানা জমির তথ্য এবং একটি ডকুমেন্ট আপলোড করতে হবে জমির রেকর্ড সেটি পিডিএফ ফাইল আকার আপলোড করতে হবে ।

• সমস্ত কিছু তথ্য দেওয়ার পর ডকুমেন্ট আপলোড করার পর লাস্টে সাবমিট অপশন পাবেন সাবমিট করলে আপনার ফর্মটি সম্পূর্ণভাবে জমা হয়ে যাবে

• এবার আপনি স্ট্যাটাস চেক করার জন্য আবারো অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন ।

• তারপর Farmers Corner এর মধ্যে থেকে Status chek একটি অপশন পাবেন সেই অপশনটিতে ক্লিক করবেন এবং আধার নম্বর দিয়ে সার্চ করলে ই আপনার সামনে আপনার আবেদনের স্ট্যাটাসটি দেখতে পাবেন।

About the Author

Blogger, Education Content Creator, YouTuber

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.