NMMSE SCHOLARSHIP 2024 : বর্তমান সময়ের শিক্ষাক্ষেত্রে বড় একটি সমস্যা স্কুল ছুটের হাড় বৃদ্ধি পাচ্ছে এর কারণ অনেক শিক্ষার্থী পড়াশোনায় ভালো হলেও আর্থিক দিক দিয়ে অনটনের কারণে মাঝ পথে পড়াশোনা ছেড়ে দিতে হয় , এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার নতুন একটি স্কলারশিপ এর উদ্যোগ নিয়েছে |
কেন্দ্রীয় সরকার স্কলারশিপ টি চালু করেছে স্কলারশিপ এর নাম হলো 'ন্যাশনাল মিনস মেরিট কাম স্কলারশিপ (NMMSE)' এর অধীনে শিক্ষার্থীদেরকে প্রতিবছর বার্ষিক ১২০০০ টাকা স্কলারশিপ প্রদান করা হবে | যে সমস্ত ছাত্র ছাত্রী মেধাবী এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার থেকে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের আওতায় আসবে |এই ন্যাশনাল মিনস মেরিট কাম স্কলার্শিপ এ কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষার্থীর কি যোগ্যতা লাগবে প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বলা হবে তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন |
NMMSE স্কলারশিপের গুরুত্ব
এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো স্কুল ছুটের হার কমানো, এই স্কলারশিপ টি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর জন্য প্রযোজ্য এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা এ পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সে কারণেই আর্থিক সহায়তা করা |
বৃত্তির পরিমাণ
NMMSE স্কলারশিপে অধীনে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিবছর ১২০০০ টাকা স্কলারশিপ প্রদান করা হয় , প্রত্যেক বছর মোট এক লক্ষ শিক্ষার্থী এই বৃত্তি পেয়ে থাকে , এই এক লক্ষ শিক্ষার্থীর মধ্যে ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর এই অর্ধবর্ষে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে |
কারা আবেদন করতে পারবে ?
এই স্কলারশিপ এ আবেদন করার জন্য শিক্ষার্থীদের যে যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলো নিম্নে দেওয়া হলো :-
• এই স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৩.৫ লক্ষ টাকার কম হতে হবে|
• এই স্কলারশিপ আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষার্থীকে সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে |
এবং আপনারা যদি NMMSE পরীক্ষায় উত্তীর্ণ হন তবে আপনারা এই স্কলারশিপের টাকা পাবেন আগে আপনাদের NMMSE স্কলারশিপ পরীক্ষায় বসতে হবে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তবে এবার আপনারা 'ন্যাশনাল মিনস মেরিট কাম (NSP) পোর্টালে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন | আর হ্যাঁ মনে রাখবেন আপনারা ডাইরেক্ট NSP পোর্টালে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না যদি আপনারা পরীক্ষায় উত্তীর্ণ না হন , যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই এই স্কলারশিপের যোগ্য তারা এই স্কলারশিপের টাকা পাবে |
টাকা কোথায় দেওয়া হবে ?
এই স্কলারশিপের টাকা PFMS এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে সরাসরি জমা করা হয় |
স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া
এই স্কলারশিপে টাকা পেতে হলে অবশ্যই আপনাদের পরীক্ষা দিতে হবে NMMSE একটি পরীক্ষা হয় এই পরীক্ষাটিতে পাস করতে হবে তাহলে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন | MAT এই পরীক্ষায় মোট ৯০ টি MCQ প্রশ্ন থাকে এবং SAT এই পরীক্ষাটিতে ৯০ টি মোট প্রশ্ন থাকে এবং এই দুটি পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট করে মোট ১৮০ মিনিট | এই স্কলারশিপ পেতে হলে অবশ্য আপনাদেরকে পাস করতে হবে তাহলে আপনারা স্কলারশিপের আবেদন করতে পারবেন |
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপে আবেদন করার জন্য যদি আপনি NMMSE পরীক্ষায় উত্তীর্ণ হন কিভাবে আপনি স্কলারশিপ এর টাকা পাওয়ার জন্য আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি নিম্নে দেয়া হলো :-
• সর্বপ্রথম আপনাদেরকে NSP অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে |
• সর্বপ্রথম আপনাদেরকে ওয়েব সাইটে যাওয়ার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে |
• রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
• লগইন হয়ে যাওয়ার পর আপনার যাবতীয় তথ্য নাম ঠিকানা ব্যাংকের বিবরণ স্কুলের তথ্য যে সমস্ত তথ্যগুলো ফর্মে চাচ্ছে সেগুলো সমস্ত তথ্য পূরণ করার পর ফর্মটি অনলাইনে জমা করতে পারবেন |
• ফর্মটি জমা হয়ে যাওয়ার পর এটি আবার যাচাই হবে তিন পর্যায়ে প্রথমে আপনার স্কুলের নোডালটি স্যার ভেরিফাই করবেন এবং পরে জেলা এবং তারপরে রাজ্য স্তর থেকে ভেরিফাই হবে।
আবেদনের শেষ তারিখ
এই স্কলারশিপে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে সমস্ত শিক্ষার্থীরা ভাবছেন আবেদন করবেন তারা আবেদন খুব তাড়াতাড়ি করে ফেলুন আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৪ |