ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয়ই এই পদে বিনামূল্যে ইন্টারশীপের ট্রেনিং গ্রহণ করতে পারবেন| এই পদে কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, আবেদনের শেষ তারিখ কবে , কিভাবে আবেদন করবেন এই পদে , কত টাকা স্টাইপেন্ড পাবেন ইত্যাদি আরো বিষয়গুলি জানতে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন |
টিভিএস সাপ্লাই চেইন সলিউশন কি?
টিভিএস সাপ্লাই চেইন সলিউশন হল টিভিএস মবিলিটির একটি সংস্থা , যেটা টিভি সুন্দোরাম প্রতিষ্ঠাতো করেন , ১৯১১ সালে এই প্রতিষ্ঠানটি শুরু হয় এবং এই প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ মার্কিন ডলার দুই বিলিয়ন ছাড়িয়েছে |
এই টিভিএস চেঞ্জ সাপ্লাই সলিউশন সংস্থাটি মূলত ম্যানিফাকচারিং গ্লোবাল সাপ্লাই চেঞ্জ সলিউশন ও অটো ডিস্ট্রিবিউশন হিসেবে পরিচালিত হয় এই সংস্থা তরফ থেকে হিউম্যান রিসার্চ পদে বিনামূল্যে ইন্টার্নশিপ একটি ট্রেনিং এর আয়োজন করা হয়েছে |
লোকেশন
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের জানিয়ে রাখি যে এই ইন্টারশিপ ট্রেনিং টা যারা নিতে চান তাদের এই ট্রেনিংয়ের জন্য এই ইন্টারশীপটা অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইতে |
সময়কাল
টিভিএস ইন্টারশীপ টা মূলত তিন মাসের জন্য হবে। এবং এই তিন মাস যারা ট্রেনিং নেবেন তাদের প্রত্যেক মাসে ষ্টাইপেন্ড দেয়া হবে |
ষ্টাইপেন্ড কত
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই ইন্টারসিপ ট্রেনিং এর জন্য নির্বাচিত হবেন তাদের কে প্রতি মাসে ষ্টাইপেন্ড দেওয়া হবে তাদের প্রতি মাসে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে |
ইন্টার্নশিপের দায়িত্ব এবং কর্তব্য কি
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই ইন্টার্নশিপে ট্রেনিংটা নিতে ইচ্ছুক তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য বহন করতে হবে। , সেই সমস্ত পার্টিদের মূলত HR বিভাগে বিভিন্ন কার্যক্রম সহযোগিতা করতে হবে সেই সমস্ত দায়িত্বগুলি নিম্নে দেয়া হলো :-
• অনলাইন লার্নিং এবং প্রশিক্ষণের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং HR বিভাগকে যথারীতি সাহায্য করা |
• সমস্ত কর্মীদেরকে বিভিন্ন রকম সাহায্য করতে হবে |
• আর অনলাইনের মাধ্যমে ডাটা ব্যবহার করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম রিপোর্ট তৈরি করতে হবে |
আবেদন পদ্ধতি
যে সমস্ত চাকরি প্রার্থীরা বিনামূল্যে এই
ইন্টার্নশিপে ট্রেনিং গ্রহণ করতে চান তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় কি ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনের আলোচনা করা হয় প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরবর্তীতে লগইন করে আপনার যাবতীয় তথ্য পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে |
গুরুত্বপূর্ণ তারিখ
এই টিভিএস ইন্টার্নশিপে আবেদন করার শেষ তারিখ হল ২৩ অক্টোবর ২০২৪ তারিখ , যে সমস্ত প্রার্থীরা এই ট্রেনিং এর আবেদন করবেন বলে ভাবছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইন আবেদন করার লিংকটি নিচে দেওয়া হল |
ইন্টার্নশিপের জন্য আবেদন করুন - Apply Now