প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে সমীক্ষার কাজ শুরু হয়েছিল , যে সমস্ত উপভোক্তারা যোগ্য তাদের এবারের লিস্ট অনুযায়ী প্রথম কিস্তির তাদের ৬০ হাজার টাকা ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ঢুকবে ।
বাংলা আবাস যোজনা প্রকল্পের বর্তমানের যে সম্ভাব্য একটি তালিকা প্রকাশিত করা হয়েছে সেই তালিকায় যদি কোন ব্যক্তির কোনোরকম কোন অভিযোগ থেকে তাকে তাহলে তারা ৩ রা ডিসেম্বরে মধ্যে নিজস্ব বিডিও অফিস , মহকুমা শাসকের অফিস ও জেলা প্রশাসনের অফিসে অভিযোগ বক্স অভিযোগ জানাতে পারেন ।
বাংলা আবাস যোজনা প্রকল্পের সম্ভাব্য যে তালিকা প্রকাশিত করা হয়েছে সেই তালিকায় যদি কোন অভিযোগ থেকে থাকে তাহলে সেটা ৩ ডিসেম্বর এর মধ্যে সমাধান করে ৫ ডিসেম্বরে মধ্যে গ্রাম সভায় অনুমোদন করতে হবে , এরপর ব্লক লেভেল থেকে ব্ল্যাক লেভেল কমিটি থেকে ৯ ডিসেম্বরের মধ্যে অনুমোদন করা হবে এবং জেলা স্তর থেকে জেলা কমিটির অনুমোদন দেবে ১১ ডিসেম্বরের মধ্যে এবং উপভোক্তাদের ব্যাংক একাউন্টে প্রথম কিস্তির টাকা ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে পাঠানো হবে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা।
বাংলা আবাস যোজনার খসড়া লিস্ট জেলাভিত্তিক (Bangla Awas Yojana List 2024)
বাংলা আবাস যোজনার খসড়া লিস্ট দেখার জন্য জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেক জেলার অফিসিয়াল লিঙ্ক নিচে দিয়ে দেব জেলার পাশে Click Here একটি অপশন পাবেন আপনার যে জেলা হবে তার পাশে Click Here একটি অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন আপনাদের জেলার প্রত্যেক ব্লক ভিত্তিক পিডিএফ পেয়ে যাবেন এবার আপনার যে ব্লক হবে সেই ব্লকের নামের উপর ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর পিডিএফ ফাইলটি ওপেন করবেন ওপেন করার পর আপনি নাম ধরে সার্চ করতে পারেন। অথবা গ্রাম ধরেও সার্চ করতে পারেন। যদি আপনারা আপনার পঞ্চায়েতে কতগুলি নাম এলিজিবল এবং ইন এলিজাবেল আছে দেখতে চান তবে আপনার পঞ্চায়েতের নাম ধরে সার্চ করে দেখতে পারেন এই লিস্টের মধ্যে যদি এলিজিবল বেনিফিশারের মধ্যে নাম থেকে থাকে সে ক্ষেত্রে আপনারা বাংলা আবাস যোজনার বাড়ির টাকা পাবেন , সমস্ত জেলার লিংক আমরা নিচে পরপর দিয়ে দিচ্ছি আপনারা জেলার পাশের যে Click Here অপশন আছে সেই অপশনে ক্লিক করলে ডাইরেক্ট আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ।
১) আলিপুরদুয়ার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
২) বাঁকুড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
৩) বীরভূম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
৪) কোচবিহার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
৫) দক্ষিণ দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
৬) দার্জিলিং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট- Click Here
৭) হুগলি জেলার বাংলা আবাস যোজনা লিস্ট- Click Here
৮) হাওড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
৯) জলপাইগুড়ি জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১০) ঝাড়গ্রাম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১১) কালিংপং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১২) কলকাতা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Not Available
১৩) মালদা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১৪) মুর্শিদাবাদ জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১৫) নদীয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট- Click Here
১৬) উত্তর ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১৭) পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১৮) পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
১৯) পূর্ব বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
২০) পুরুলিয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
২১) দক্ষিণ ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
২২) উত্তর দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
২৩) পূর্ব মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট - Click Here
যে সমস্ত জেলায় উপ নির্বাচনের জন্য বাংলা আবাস যোজনা সার্ভের কাজ বন্ধ ছিল সেই সমস্ত এলাকার জেলার খোসরা লিস্ট ওয়েবসাইটে পাবলিস্ট করা হয়নি বাকি সমস্ত জেলার লিস্ট অনলাইনে দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে ।